বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক! যুবকের দেহ মিলতেই ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইঁটবৃষ্টি

কোথায় ছড়াল উত্তেজনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-27 at 3.52.55 PM

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: বৃহস্পতিবার ভোরবেলায় পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরী পাড়ার যুবক পল্লব (২২) বাউরীর ঝুলন্ত মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার মৃত বলে ঘোষণা করে পল্লবকে। বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ছড়ায় উত্তেজনা। 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত পল্লবের পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। রাতে পল্লব চুপিসারে ওই মহিলার বাড়ি যায়। মহিলার স্বামী বিষয়টি দেখে ফেললে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায়। বিষয়টি চাউর হতেই ছড়ায় উত্তেজনা। বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা। পুলিশকে লক্ষ্য করে চলে ইঁটবৃষ্টি। ইঁটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তাসহ কয়েকজন পুলিশ কর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠিচার্জ করে ও ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এখনও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। 

এই বিষয়ে ডিসি অভিষেক গুপ্তা জানান যে আইন অনুযায়ী ঘটনার তদন্ত হচ্ছে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঝুলন্ত দেহর খবর পেয়ে আইন মাফিক প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যায় দেহটি। যদিও সকাল থেকেই স্থানীয় জনতারা বিক্ষোভ দেখাতে থাকেন। ডিসির দাবি, পুলিশ যথেষ্ট সহিষ্ণুতার সঙ্গেই কাজ করেছে। তিনি জানান যে আইন আইনের পথেই চলবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হবে। সকাল ৫:৩০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনার পূর্ণ পরিস্থিতি ছিল। বেলা ১১:৩০টা নাগাদ পুলিশ পরিস্থিতির সামাল দিয়েছে। বর্তমানে এলাকায় রয়েছে পুলিশ পিকেটিং।

WhatsApp Image 2025-03-27 at 3.06.52 PM