নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকেই দুর্গাপুর জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়েছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে রাম নবমী উপলক্ষে শোভাযাত্রা আয়োজন করেছে উদ্যোক্তারা। দুর্গাপুরের কাদারোড এলাকায় ডিজে বক্স বাজিয়ে রামনবমীর শোভাযাত্রা করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। বিধায়ক লক্ষণ ঘড়ুই লাঠি ঘুরিয়ে এদিন শোভাযাত্রার সূচনা করেন।
/anm-bengali/media/media_files/2025/04/06/FDH3fBQ6hYyDsHfSmQMa.jpeg)
পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণকারী মহিলারাও লাঠি খেলেন। প্রায় ১০০০ মহিলা পুরুষ এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। কোন আপত্তিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ।