নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বালিচক রেলগেট সিল। চরম বিপাকে রোগী, নিত্য যাত্রী থেকে ব্যবসায়ী। আন্দোলনের হুশিয়ারী বিভিন্ন ক্লাব ও ব্যবসায়ী সংগঠনের। বিকল্প কিছু করা যায় কিনা তার ব্যবস্থা গ্রহণে আজ রেলগেট পরিদর্শনে ব্লকের প্রশাসনিক কর্তারা।
বালিচক রেলগেট তিন মাসের জন্য সিল করেছে রাজ্য পূর্ত দপ্তর। তারপর থেকেই সমস্যা বাড়ছে নিত্যযাত্রী ও ব্যবসায়ীদের। ২ মিনিটের রাস্তা ঘুরপথে যেতে সময় লাগছে ৩০ মিনিটের বেশী। রোগীদের সমস্যা। যারা কাঁচা মালের ব্যাবসা করে তাদেরও চরম সমস্যা। দিন বাড়ার সাথে সাথে বাড়ছে সমস্যাও। তাই আজ বালিচকের ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন ক্লাব জমায়েত করে বিডিওকে লিখিত ডেপুটেশন দেয়। দ্রুত যদি মানুষের যাতায়াতের ব্যবস্থা না করা হয় তাহলে আন্দোলনের নামার হুঁশিয়ারিও দেওয়া হয়। আর এর পরেই ফের বালিচক রেলগেট পরিদর্শন করেন বিডিও, ওসি সহ অনান্যরা। তাদের বক্তব্য, কিছু একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। কাজটাও জরুরি রয়েছে।