নিজস্ব সংবাদদাতা: আবারো একবার ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুরদহ বাজারে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে, পাঁশকুড়া অভিমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রোড থেকে সাইডের দিকে চলে যায়, ঠিক সেই সময় খুকুড়দহ ফুলবাজারে ভরা বাজার চলছিল। একেবারে দ্রুত গতিতে গিয়ে বাজারে থাকা বেশ কিছু মানুষের পায়ের উপর, কারো হাতের উপর দিয়ে গাড়িটি চলে যায়। এছাড়াও তিনটি মোটর বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গুরুতরভাবে জখম হয়েছে অনেকেই। যাদের মধ্যে কম-বেশি সংখ্যা ছিল প্রায় ৯ জনের এর কাছাকাছি। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ ও বাজার কমিটির সদস্যরা এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় তড়িঘড়ি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় আহতদের। পরে ঘাতক ওই ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশিরভাগ ফুল চাষী এবং দুজন ফুল ব্যবসায়ী ছিল। ভরা বাজারে ভোররাতে এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সারা দাসপুর এলাকায়।