পদ্মার পাড়ে বসে কবিতা লিখবেন! মুর্শিদাবাস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর
ওয়াকফ আইন বিরোধী হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন মহম্মদ সেলিম
হাঁড়িতে ভাত ফুটছিল, তখনই হামলা... মালদার ত্রাণ শিবিরে আতঙ্কে দিন কাটছে বেতবনা গ্রামের বাসিন্দাদের
রাষ্ট্রপতি শাসন জারি হোক পশ্চিমবঙ্গে ! এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনায় গর্জে উঠলেন হেভিওয়েট সাংসদ
ঠিক কাজ করছেন প্রধানমন্ত্রী ! এবার ওয়াকফ আইনকে সমর্থন জানালেন সৈয়দ নাসেরুদ্দিন চিশতি
পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চান মমতা ! এবার মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস নেতা
মুর্শিদাবাদ হিংসার জের ! ঘর থেকে পালিয়ে ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন শয়ে শয়ে মানুষ
“সব শেষ হয়ে গেল…” ! মুর্শিদাবাদ হিংসার ঘটনার কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন বৃদ্ধ
সারেঙ্গা একাদশের বার পুজো অনুষ্ঠান

ভরা বাজারে আচমকাই ঢুকে পড়ল নিয়ন্ত্রণহীন ডাম্পার, আহত একধিক

দাসপুরে ভয়াবহ দুর্ঘটনা। 

author-image
Aniket
New Update
c

নিজস্ব সংবাদদাতা: আবারো একবার ঘাটাল পাঁশকুড়া সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে আজ রবিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুরদহ বাজারে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে, পাঁশকুড়া অভিমুখী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রোড থেকে সাইডের দিকে চলে যায়, ঠিক সেই সময় খুকুড়দহ ফুলবাজারে ভরা বাজার চলছিল। একেবারে দ্রুত গতিতে গিয়ে বাজারে থাকা বেশ কিছু মানুষের পায়ের উপর, কারো হাতের উপর দিয়ে গাড়িটি চলে যায়। এছাড়াও তিনটি মোটর বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুরুতরভাবে জখম হয়েছে অনেকেই। যাদের মধ্যে কম-বেশি সংখ্যা ছিল প্রায় ৯ জনের এর কাছাকাছি। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ ও বাজার কমিটির সদস্যরা এবং পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় তড়িঘড়ি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় আহতদের। পরে ঘাতক ওই ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশিরভাগ ফুল চাষী এবং দুজন ফুল ব্যবসায়ী ছিল। ভরা বাজারে ভোররাতে এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সারা দাসপুর এলাকায়।