নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়াঃ মিডডে মিলে কারচুপির অভিযোগ নতুন নয়। একাধিক বার বিভিন্ন স্কুলে মিডডে মিল নিয়ে অভিযোগ এসেছে।এবার পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে কারচুপির অভিযোগ উঠল প্রধান শিক্ষিক রবীন্দ্রনাথ দোলই ও মিডডে মিলের দায়িত্বে থাকা সহ শিক্ষক অলোক কুমার দোলই এর বিরুদ্ধে।
এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায়ের দাবীর " গত ২০ ডিসেম্বর স্কুলে মিডডে মিলের রান্না হয়নি। অথচ সেখানে ছাত্র সংখ্যা ৪৭ জন দেখানো হয়েছে। '' তিনি আরো বলেন, ' বিভিন্ন স্কুলে মিডডে মিলে সুপারভিশান করা হয়। সেইমতো বিডিও অফিসের একজন স্টাফ স্কুলে গিয়ে দেখেন স্কুলের মধ্যে ১-২ জন ছাত্র রয়েছে প্রধান শিক্ষক বসে রয়েছে। তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানতে পারেন কয়েকদিন ধরেই মিডডে মিলের রান্না হচ্ছে না।
যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষক। তারা বলেন " ওইদিন বেশি ছাত্রছাত্রী উপস্থিত ছিলো না। আবহাওয়া খারাপ ছিলো। মিডডে মিলের রাঁধুনি ও মিডডে মিলের দায়িত্বে থাকা শিক্ষকও অনুপস্থিত ছিলো। তাই তাকে জানানো হয়নি যে আজকে রান্না হয়নি। এটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমারা ইতিমধ্যে বিডিওকে লিখিত জানিয়েছি। এইরকম ভুল আর হবে না। "