রাহুল-সোনিয়ার বিরুদ্ধে ইডির চার্জশিট ! মোদির চক্রান্ত বললেন অধীর
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ! ইডি দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক রবার্ট বঢরা
এই মুহূর্তের বড় খবর! রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি
গবেষণার সময় ব্লাস্টিং! আশঙ্কাজনক অধ্যাপক, জখম ছাত্র
‘পুলিশ ও রাজ্য সরকার এখনও নীরব’, অভিযোগ জানালেন অধীর চৌধুরী
মুর্শিদাবাদকে শান্ত করার কৌশল জানালেন যোগী আদিত্যনাথ! কী বললেন তিনি
'শোকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা'! নতুন করে বিতর্কে ইউসুফ পাঠান
আনন্দ-উৎসবে রাম মন্দিরে আতঙ্ক, বোমাতঙ্ক মন্দির প্রাঙ্গণে
পদ্মার পাড়ে বসে কবিতা লিখবেন! মুর্শিদাবাস ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর

মেদিনীপুরে অভয়া মঞ্চের অনশন! পাশাপাশি বিলি করা হলো ফুলের চারা গাছ

অন্য নজির অনশনের মঞ্চে

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-09 at 5.56.17 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আরজিকরের ঘটনা এখনো কোর্টের লড়াই চলছে জোর কদমে, যদিও এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে আদালত।তবে সেই বিচারে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার ও তার আত্মীয়-স্বজনেরা।এরই সঙ্গে নির্যাতিতার হয়ে লড়াই করা অভয়া মঞ্চ এই আদালতের রায়ে খুশি নন।তারা এই রায়ের সঙ্গে দাবি করেন অবিলম্বে বাকি দোষীদেরও শাস্তি দিতে হবে। যেই ঘটনায় চলছে কোর্টে সওয়াল জবাব।তবে এবার মেদিনীপুরে এই অভয়া মঞ্চ থেকে প্রতীকী অনশনে সামিল হল পড়ুয়া শিক্ষক সহ সমাজের তেত্রিশ জন।এই অভয়া মঞ্চের দাবি আজ ৯ই ফেব্রুয়ারি অভয়ার জন্ম দিবস এর ৩৩ তম দিন।আর সেই অভয়ার স্মরণে অনশনে শামিল হয়েছে তারা।পাশাপাশি গরিব মানুষদের জন্য স্বাস্থ্য ও মেডিকেল ক্যাম্প করা হয়েছে।যাতে বিনে পয়সায় মানুষ ট্রিটমেন্টের পাশাপাশি ফ্রিতে ওষুধ পাচ্ছেন এই ক্যাম্প থেকে।এরই সঙ্গে এই জুনিয়র ডাক্তারের পছন্দের ছিল বিশেষ ফুলের বাগান।তাই এই পছন্দের ফুলের বাগানের ফুলের চারা গাছ বিলি করলো এই অভয়া মঞ্চ।এদিন এই হেলথ ক্যাম্প এবং মঞ্চের পাশাপাশি কয়েক হাজার ফুলের চারা গাছ বিলি করা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে।আর সেই চারা গাছ নিতে রীতিমতো ভিড় জামান মেদিনীপুরের মানুষজন।

অভয়া মঞ্চের সদস্যা মধুমিতা ভুঁইয়ার দাবি," আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি নই।আমাদের অভিযোগ ছিল এই ঘটনায় জড়িত রয়েছে একজন নয় একাধিক মানুষ।কিন্তু সেই রাঘব বোয়ালরা আইনের ফাঁক ফোকরে পার পেয়ে গিয়েছে,সাজা পেয়েছে একজন।তাই আমরা সেই বাকিদের শাস্তির দাবিতে এই অনশন মঞ্চে শামিল হয়েছি।পাশাপাশি আমাদের এই জুনিয়র ডাক্তারের পছন্দের ছিল ফুলের বাগান।সেই সাজাতে ভালোবাসতো সেইসঙ্গে মানুষের ট্রিটমেন্ট করে খুশি হতো।তাই তার পছন্দের ফুলের চারা গাছ আমরা এই মঞ্চ থেকে বিলি করলাম। সেই সঙ্গে ফ্রিতে স্বাস্থ্য ক্যাম্পের সুবিধা দিলাম সাধারণ মানুষদের। এই অনশন চলল সন্ধেবেলা পর্যন্ত"।