৩৫ লক্ষ অসংগঠিত শ্রমিক সুবিধা পেয়েছে BSY প্রকল্প থেকে কেশপুরে বললেন ঋতব্রত

কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ঘাটাল সাংগঠনিক জেলার তত্ত্বাবধানে কেশপুরের বগবসান মাঠে অনুষ্ঠিত হলো শ্রমিক সমাবেশ। শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া, ঘাটাল সংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত, আইএনটিটিইউসি র সভাপতি সনাতন বেরা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, আইএনটিটিইউসি র সভাপতি তাজ মহম্মদ সহ নেতৃত্বরা। কেশপুরের শ্রমিক সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে ২৫০ এর বেশি আসন নিয়ে সরকার গঠন করার পর, মানুষের চাপে কেন্দ্রীয় বকেয়া দিতে বাধ্য হবে।

সেই সঙ্গে তিনি উল্লেখ করেন এই বাংলার বুকে প্রথম স্লোগান দিয়ে রাস্তায় মিছিল করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। পাশাপাশি মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই মেদিনীপুর জেলার মানুষ মাথা নত করতে সেখানে গদ্দার এর কাছে। মঞ্চ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতৃত্বদেরকে আগামী দিনে লক্ষাধিক অসংগঠিত শ্রমিক কে আইএনটিটিইউসির ছাতার তলায় আনার কথা বলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন বাম আমলের তৈরি হওয়া সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকরা যেই সুযোগ-সুবিধা পেত, বর্তমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তার থেকে অনেক ভালো সুযোগ-সুবিধা পাচ্ছে।

বর্তমানে বাংলায় ১ কোটি ৭৩ লক্ষ অসংগঠিত শ্রমিক BSY প্রকল্পের আওতায় এসেছে। ইতিমধ্যেই ৩৫ লক্ষ অসংগঠিত শ্রমিক প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে, প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন শ্রমিকদের সুযোগ সুবিধার জন্য ভারতবর্ষে এ ধরনের কোন প্রকল্প নেই বলেও দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন প্রত্যেকটি ব্লকে ব্লকে অ্যাওয়ারনেস ক্যাম্প করে অসংগঠিত শ্রমিকদেরকে আমাদের ছাতার তলায় আনতে হবে।