নিজস্ব সংবাদদাতা: রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পিকআপ ভ্যান। ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বাসিন্দারা দ্রুত হাসপাতালে নিয়ে যান।
পশ্চিম মেদিনীপুর জেলার কেঠিয়া এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা ৪ নম্বর রাজ্যসড়কের ঘটনা।পুলিশ সূত্রের খবর,ওড়িশা থেকে শ্রমিকরা রাজমিস্ত্রির কাজ সেরে মুর্শিদাবাদে ফিরছিলেন ইদ উপলক্ষে। পিকআপ ভ্যানে ২৫ জন শ্রমিক ছিলেন। চালকের ভুলে গাড়িটি গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি তৎপরতায় আহতদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রের খবর, সকলকে মুর্শিদাবাদে তাঁদের বাড়ি ফেরানোর চেষ্টা করা হচ্ছে।