নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া এবং কাঁথি তিনটি আদালতে ২০২৪ সালের ১৪ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে লোক আদালত, যেখানে একদিনে প্রায় ২১ হাজার মামলা ওঠে। এর মধ্যে ব্যাংকের মামলা ছিল ১৩,৩৬৭টি, বিএসএনএলের মামলা ৮০০টি, এবং অন্যান্য মামলা মিলিয়ে মোট ২১,০১০টি মামলা উঠে। জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত আশা করছেন যে বেশিরভাগ মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।
এদিন তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত, তমলুক মহাকুমা পুলিশ আধিকারিকসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করেন।
শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের জানান, জেলার বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলির সমাধান এবং নিষ্পত্তির জন্য এই ধরনের লোক আদালত আয়োজন করা হয়। এই আদালতে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি ও লোকজনকে আইনি সহায়তা প্রদান করা হচ্ছে।