নিজস্ব সংবাদদাতা: যেকোনও ধরনের দুর্ঘটনা এড়াতে এবার অনেক আগের থেকেই একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন। রথযাত্রা উপলক্ষ্যে কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুলিশ। আবার যারা সব নিয়ম মেনে নির্বিঘ্নে রথযাত্রা উৎসব পালন করবে, এমন তিন উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হবে বলেও পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, রথ বেশি উঁচু করা যাবে না। কোনও ভাবেই যেন বিদ্যুতের তারের সঙ্গে সংযোগ না ঘটে। এতে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। রথে বেশি লোক তোলা যাবে না। রথ কোন রাস্তা দিয়ে যাবে, তা আগের থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে। রথযাত্রা উপলক্ষ্যে মেলা বসলে তাও আগের থেকে পুলিশকে জানাতে হবে। আর সেই মেলা উল্টোরথের পরেই শেষ করতে হবে।
/anm-bengali/media/media_files/JPpcFtY56a67PpI4UV1V.jpg)
তবে এই সব নিয়ম এই মুহুর্তে জারি করেছে চাকদহ থানার পুলিশ। অবশ্য এক্ষেত্রে বলে রাখা ভালো, এই নিয়ম গুলি শুধু চাকদহ না যেকোনও স্থানের ক্ষেত্রেই প্রযোজ্য। আর নিয়ম না মানলে হবে কড়া শাস্তি।
/anm-bengali/media/media_files/amQxKfyY9uksjqnypPf2.jpg)