নিজস্ব সংবাদদাতাঃ আজ জগন্নাথ দেবের রথযাত্রা। হিন্দু ধর্মের জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। আজ দেশ জুড়ে আজ রথযাত্রা উৎসব পালন করা হবে।
/anm-bengali/media/media_files/33Ovul8eq5IVUXu48CB5.jpg)
ওড়িশার পুরীতে দু'দিনের রথযাত্রা শুরু হচ্ছে আজ। লক্ষ লক্ষ ভক্তের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও বার্ষিক উৎসবে যোগ দিতে চলেছেন। সেই নিয়ে পুরি জগন্নাথ ধামে প্রস্তুতি এখন তুঙ্গে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)