রহস্যে ঘেরা পুরীর জগন্নাথ মন্দির, জানেন অলৌকিক মিথগুলি কিম কি ?

ওডিশার শ্রেষ্ঠ ধর্মীয় উত্‍সব হল জগন্নাথদেবের রথযাত্রা।

author-image
Adrita
New Update
ে

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পুরীর জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে নানা মিথ বা রহস্য। আগামী ৭ জুলাই ২০২৪ রবিবার পালিত হবে এই বছরের রথযাত্রা। বহু ভক্তের এইদিন পুরীর জগন্নাথ মন্দিরে আগমন হয়। তবে আসুন জেনে নিই এই মন্দিরের রহস্যের কথা। 

Jagannath Puri Temple Dress Code : পুরীর জগন্নাথ মন্দিরে নতুন নিয়ম! না  জানলে ঢুকতে পারবেন না! মানতে হবে পোশাকবিধি – News18 বাংলা

কাঠের মূর্তি- জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি কাঠের তৈরি। প্রতি ৮, ১২ বা ১৯ বছর পর পর এই মূর্তি পালটে ফেলা হয়। একে বলে নবকলেবর। কোনও পূর্ণবয়স্ক নিম গাছ  নির্বাচন করে মূর্তি তৈরি করা গোপনীয়তা রক্ষা ররে ২১ দিনের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে হয়। 

Rath Yatra: কবে থেকে এবং কী ভাবে শুরু হয়েছে পুরীর জগন্নাথ রথযাত্রা? জেনে  নিন | Rath Yatra 2023: History of the Jagannath Puri chariot festival -  Bengali BoldSky

পতাকার দিক- জগন্নাথ মন্দিরের পতাকা ওড়ে বাতাসের বিপরীত দিকে। প্রতিদিন সেই পতাকা পরিবর্তন করা হয়। মন্দিরের এক সেবায়েত মন্দিরের চূড়ায় উঠে এই পতাকা পরিবর্তন করে থাকে। প্রতিদিন  ৪৫ তলা উঁচু বাড়ির সমান মন্দিরে কোনও সুরক্ষা কবচ ছাড়াই খালি হাতে বদল করা হয় মন্দিরের পতাকা।

Dhwaj Stambh: পুরীর মন্দিরের ধ্বজা কী জানেন? গেরুয়া রঙের পতাকাই কেন মন্দিরে  ব্যবহার করা হয়, জানুন - Bengali News | Dhwaj Stambh: Know what is a Dhwaj  Stambh, why is it necessary

ছায়া পড়ে না- পুরীর জগন্নাথ মন্দির ৪৫ তলা বাড়ির সমান হলেও, মাটিতে এর কোনও ছায়া পড়ে না। কেন এই মন্দিরের ছায়া পড়ে না, তা আজও গবেষণা করেও বের করা সম্ভব হয়নি। 

Rath Yatra 2024 | Know these 5 amazing facts about Puri Jagannath Temple |  ছায়া পড়ে না, হাওয়ার উলটোদিকে ওড়ে পতাকা! রথযাত্রার আগে জানুন পুরীর  মন্দিরের ৫ রহস্য

অবাধ মহাপ্রসাদম- পুরীর জগন্নাথ মন্দিরে দিনে পাঁচ বার মহাপ্রসাদ দেওয়া হয় ঠাকুরকে। মোট ৫৬ রকমের ভোগ দেওয়া হয় জগন্নাথদেবকে। দুটি ভাগে ভাগ করে তাকে ভোগ দেওয়া হয়। 

Puri Jagannath Temple: পুরীর জগন্নাথদেবের মহাপ্রসাদের মূল্য একলাফে বেড়ে ৩  গুণ! ভক্তমহলে অসন্তোষ

মহাপ্রসাদ রন্ধন প্রণালী- পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রন্ধন প্রণালী বেশ অদ্ভুত। সাতটি মাটির পাত্রকে একটির উপর আর একটি চাপিয়ে রান্না করা হয়। আগুন দেওয়া হয় একদম নীচে। কিন্তু সবার উপর যে পাত্র থাকে, তার মধ্যের অন্ন সবার আগে সেদ্ধ হয়ে যায়। এই রহস্যের কিনারা আজও কেউ করতে পারেনি।  

জগন্নাথদেবের মহাপ্রসাদের কিছু অজানা কথা – Moner Utthone