রাম মন্দির নিয়ে জল্পনা, কি বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী

অয্যোধ্যায় মন্দির নিয়ে জল্পনা এখন তুঙ্গে। আরজেডি বিধায়ক ফতেহ বাহাদুর সিংয়ের রাম মন্দির নিয়ে করা মন্তব্যে দেখুন কি বলছেন বিহারের শিক্ষামন্ত্রী।

author-image
Probha Rani Das
New Update
biharministerr.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আরজেডি বিধায়ক ফতেহ বাহাদুর সিং কয়েকদিন আগেই রাম মন্দির নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। তিনি বলেছেন মন্দিরের রাস্তা মানসিক দাসত্বের রাস্তা। তাঁর এই বিবৃতি নিয়েই মন্তব্য করেছেন বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্র শেখর। তিনি বলেছেন, “যদি আপনি আহত হন, আপনি কোথায় যাবেন? মন্দির নাকি হাসপাতাল? আপনি যদি শিক্ষা চান এবং অফিসার, এমএলএ, বা এমপি হতে চান, আপনি মন্দির নাকি স্কুলে যাবেন? আরজেডি বিধায়ক ফতেহ বাহাদুর সিং বলেছেন মন্দিরের রাস্তা মানসিক দাসত্বের রাস্তা। স্কুলের রাস্তা আলোর পথ প্রশস্ত করে। তিনি নিজে থেকে এই কথা বলেননি, সাবিত্রীবাই ফুলে যা বলেছিলেন তিনি সেই কথাটি পুনরায় বলেছেন।”