শালবনীতে জোড়া দুর্ঘটনায় মৃত এক, আহত ১৫
বিজেপি নেতার বাড়ির কাছে উদ্ধার দুটি তাজা বোমা, চাঞ্চল্য ঘাটালে
পাকিস্তানের হাতে আটক হুগলির বিএসএফ জওয়ান, চার দিন পরেও নেই কোনও খোঁজ, পাঠানকোট ছুটছেন অন্তঃসত্তা স্ত্রী
"হয় আমাদের জল বইবে, নয়তো ওদের রক্ত", ভারতকে হুমকি দেওয়ার পর ভারত শক্তি প্রদর্শন করতেই দেশ ছাড়লেন পাকিস্তানি রাজনীতিবিদ
আজও কি পাপ কন্যা সন্তান জন্মানো? কাঁসাই নদীতে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডেবরায়
কানাডায় মৃত্যু মিছিল : ভ্যাঙ্কুভারে গাড়ি চালিয়ে হামলা, শহরজুড়ে শোক
ঘণ্টাখানেক পরেই শুরু হবে বৃষ্টিপাত, প্রস্তুত থাকুন!
কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ওমর আবদুল্লাহর শক্তিশালী বার্তা!
'এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময়', পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সারেঙ্গায় দখলে ৬টি পঞ্চায়েত!

বাঁকুড়াতেও ফুটলো জোড়াফুল। সারেঙ্গা ব্লকে ৬ টি পঞ্চায়েতের দখলই তৃণমূলের হাতে। বিজেপি, নির্দল ও বামেদের ঝুলিতে সমান্য আসন।

author-image
Pallabi Sanyal
New Update
tmc .jpg

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : সারেঙ্গা ব্লকের ৬টি পঞ্চায়েত দখল করলো শাসক দল তৃণমূল কংগ্রেস। নেতুরপুরে ১৪টি আসনের মধ্যে জোড়া ফুটেছে ১১টিতে। বিজেপি পেয়েছে ১টি আসন।  নির্দলের ঝুলিতে ২টি আসন।  চিলতোড় পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে তৃমমূলের ঝুলিতে ১৬টি আসন, বিজেপির দখলে ২ টি আসন। গোয়ালবাড়ির ১৫টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ১১টি। বিজেপির দখলে ২টি, বামেদের দখলে ১টি ও নির্দলের দখলে ১টি আসন। সারেঙ্গার ২৩টি আসনের মধ্যে শাসকের দখলে ১৭টি, বিজেপি ৬টিতে জয়লাভ করেছে। বিক্রমপুরে ১৪টি আসনের মধ্যে তৃণমূল ছিনিয়ে নিয়েছে ১০টি, বাকি চারটির মধ্যে বিজেপি ২ ও নির্দল ২ ভাগ করে নিয়েছে। গড়গড়িয়ায় ১৭টি আসনের মধ্যে তৃমমূলই ছিনিয়ে নিয়েচে ১৬টি। বাকি ১টা বিজেপির দখলে।