পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অন্ডাল : শুরু আবীর খেলা জায়গায় জায়গায় সবুজ আবীর খেলা শুরু। বেলা যত গড়াচ্ছে ততোই জয় স্পষ্ট হচ্ছে তৃণমূলের। অন্ডালেও একই ছবি। উচ্ছ্বসিত দলের কর্মী-প্রার্থী-সমর্থকরা। নির্দলদের থেকে ঝুলিতে জয়ী আসন সংখ্যা বেশি তৃণমূলের। Pallabi Sanyal 11 Jul 2023 00:00 IST আপডেট করা হয়েছে 12 Jul 2023 10:06 IST Follow Us New Update হরি ঘোষ, অন্ডাল : গণনার সময় যতো এগোচ্ছে, বেলা যত বাড়ছে ততোই যেন আনন্দ-উচ্ছ্বাসও বাড়ছে। অন্ডালের উখরায় শুরু হয়ে গেল সবুজ আবীর খেলা। উখরা পঞ্চায়েতের ২৭টি আসনের মধ্যে ২৫টিই তৃণমূলের দখলে। বাকি দুটিতে জয় পেয়েছে নির্দল। সেলিব্রেশন মুডে তৃণমূল কর্মী সমর্থকরা। andal tmc ukhra Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন