নিজস্ব সংবাদদাতা : ফের মৃত্যু। একের পর এক মৃত্যু রাজ্যে। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততোই যেন বাড়ছে প্রাণহানি। তবে, এবারে খুনের অভিযোগ নয় কিংবা ঘটেনি গোষ্ঠী কোন্দলের ঘটনাও। নির্বাচনী সভায় মৃত্যুর ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার বনগাঁর ঘটনা। বিজেপির নির্বাচনী প্রচারে যোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছে বছর ৭৭-এর এক ব্যক্তির। মৃতের পরিবার ঘটনার জন্য চূড়ান্ত অব্যবস্থাকে দায়ী করেছে। অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে বনগাঁ থানার পুলিশ।
পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে চূড়ান্ত নাটকীয়তার সাক্ষী থেকেছে বনগাঁ। ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলতার ছবি ধরা পড়েছিল। ক্ষোভে ফেটে পড়েছিল মতুয়া সম্প্রদায়ের লোকজন। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও বিক্ষোভে সামিল হন। চলে হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি। সেই বনগাঁয় এবার বিজেপির নির্বাচনী সভায় মৃত্যুর ঘটনায় চড়ছে পারদ।