BREAKING : একজন কিংবদন্তিকে মিস করব ! বিরাট কোহলিকে শ্রদ্ধা জানালেন ঋষি সুনাক
"নতুন ভারত - কৌশল দ্বারা পরিচালিত, শক্তি দ্বারা চালিত এবং তথ্য দ্বারা সমর্থিত"
BREAKING : ধ্বংস করা হয়েছে চীনের তৈরী PL-১৫ মিসাইল ? বড় প্রমান দিল ভারতীয় বায়ু সেনা
অপারেশ সিঁদুরের পরেই বাঙ্কারে লুকিয়েছিলেন পাক সেনাপ্রধান, বিদেশে পালিয়েছে পরিবার, সামনে চাঞ্চল্যকর তথ্য
আরজেডি নেতা তেজস্বী যাদব কী বলেছেন?
BREAKING : দেশের জন্য বিরাট কোহলির অবদান অনেক ! বিরাটের ভূয়সী প্রশংসা করলেন রাজীব শুক্লা
Big Breaking: আজ রাত ৮টা, দেশবাসীকে বিশেষ কিছু বলতে চলেছেন প্রধানমন্ত্রী
BREAKING : পাকিস্তান বুঝে গেছে আমাদের সাথে যুদ্ধ,তাদের সাধ্যের বাইরে ! বড় মন্তব্য করলেন দেবেন্দ্র ফড়নবীশ
BREAKING : বিকাল ৫টায় হবে ভারত-পাকিস্তান ডিজিএমও (DGMO) বৈঠক ! বড় শর্ত চাপাতে পারে ভারত ?

হার্ট অ্যাটাক! মদনকে হারালো তৃণমূল

প্রয়াত বিধায়ক। শোকের ছায়া তৃণমূলে। ভোটের আগে প্রার্থীর মৃত্যু পাণ্ডবেশ্বরে।

author-image
Pallabi Sanyal
New Update
tmc.jpg

ফাইল ছবি

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : প্রয়াত  দুবারের বিধায়ক, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মদন বাউরী । বৃহস্পতিবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয় । নেতার মৃত্যুতে নেমেছে শোকের ছায়া ।
বৃহস্পতিবার সকালে বহুলা হাইস্কুল পাড়ায় নিজের বাড়িতেই মৃত্যু হল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মদন বাউরীর । মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর । এদিন সকালে তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । উল্লেখ্য, মদনবাবু আগে সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলেন । বিধায়ক হয়েছিলেন দুবার । প্রথমবার বিধায়ক হন ২০০১ সালে । দ্বিতীয়বার বিধায়ক হন ২০০৬ সালে। দুবারই তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৎকালীন উখড়া বিধানসভা থেকে । ২০১৮ সালে দলবদল করে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে । সেবার তৃণমূল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলে সভাপতির দায়িত্ব পান মদনবাবু । এবারও বহুলা অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির পদে দল তাকে প্রার্থী করেছিল । এলাকায় প্রচারও শুরু করেছিলেন তিনি । বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় ।

্

পরিবারের এক সদস্যা জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মদনবাবু, রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে তিনি ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন, ডাকা হয় স্থানীয় ডাক্তার। ডাক্তার এসে মদন বাউড়ীকে মৃত বলে ঘোষণা করেন । আকস্মিক এই এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার তথা এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।