বারবার জল পিপাসা আর মূত্রত্যাগ, জানেন এর পরিণাম কি হবে ?

সমস্যা দেখা দিতে পারে মধ্য কিংবা বৃদ্ধ বয়সে।

author-image
Adrita
New Update
ষ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বারবার জল পিপাসা পাওয়ার কারণে আপনার মূত্রত্যাগের বেগ বাড়তে পারে। এর ফলে হতে পারে ভয়ানক ক্ষতি। চিকিৎসকরা বলছে, অস্বাভাবিক এই প্রবণতা মূলত একটি রোগ। এর নাম ডায়াবেটিস ইনসিপিডাস। এই রোগে হতে পারে নিম্ন রক্তচাপ, মাথাব্যথা, দ্রুত হৃদস্পন্দন। 

Thirst: Symptoms, Causes, and Treatment

বিশেষজ্ঞরা বলছে, ডায়াবেটিস ইনসিপিডাস অটোইমিউন রোগের সঙ্গে সম্পর্কযুক্ত। এ ছাড়া ট্রমা, পিটুইটারি সার্জারি এবং স্ট্রোকের কারণেও এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে। 

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে, এ ধরনের সমস্যা শিশু বয়সে যেমন হতে পারে তেমনি মধ্য কিংবা বৃদ্ধ বয়সেও হতে পারে। 

Add 1