অক্ষয় তৃতীয়ায় শুরু হয়েছিল মহাভারত রচনা! রইলো অজানা তথ্য

বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। বিশ্বাস করা হয় যে এই দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম।

author-image
Pallabi Sanyal
New Update
অক্ষয় তৃতীয়া

অক্ষয় তৃতীয়া

নিজস্ব সংবাদদাতা :  বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণের একটি হল  অক্ষয় তৃতীয়া।  বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। বিশ্বাস করা হয় যে এই দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। শোনা যায়, কৃষ্ণদৈপায়ন বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়েছিল। এই দিনটিতে রাজা ভগীরথ গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে বিপুল সম্পদ এবং ঐশ্বর্য প্রদান করেন।বিশেষ দিনে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে, এইদিন নানান উপাচারে বৈভবলক্ষ্মীর পুজো করা হয়। পুরীতে রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণও শুরু হয় এই  তিথি থেকেই।