ফের ঠান্ডায় কাপবে বঙ্গবাসী- আবার নামবে পারদ, বিরাট আপডেট পাওয়া গেলো!

এই সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে, সাথে থাকবে কুয়াশা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা, তাপমাত্রা থাকবে স্বাভাবিক।

author-image
Debapriya Sarkar
New Update
winterbengal1

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি আবহাওয়ার বিরাট আপডেট প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে খামখেয়ালি। আগামী দু'দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, তবে বেলা বাড়লে আকাশ পরিস্কার হয়ে যাবে। বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কুয়াশার পরিমাণও বাড়বে।

howrah winter.jpg

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না এবং স্বাভাবিক তাপমাত্রাই থাকবে। এই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশা খুব ঘন হতে পারে, যার ফলে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। কলকাতার আবহাওয়া সম্বন্ধে আরো খবর জানতে ক্লিক করুন