নিজস্ব সংবাদদাতা : এবার রাজ্য জুড়ে রাম নবমীর মিছিল নিয়ে মুখ খুললেন, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আপনার যাকে খুশি পূজা করুন অসুবিধা নেই, কিন্তু সংবিধান মেনে এবং পুলিশকে জানিয়েই, সমস্ত ব্যবস্থার অনুমতি নিতে হবে।"
/anm-bengali/media/media_files/SOBUSR61v18drCrahoAF.jpg)
এরপর তিনি বলেন, "বিজেপি আমাদের রাজ্যে হিন্দু-মুসলিম বিভাজন ঘটিয়ে, রাজ্যের ক্ষমতা দখল করতে চায়। কিন্তু বিজেপির এই চাল সফল হবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন, ততদিন তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন। এমনকি তার পরেও আমরা রাজ্য চালাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধর্মনিরপেক্ষ নেতা সারা ভারতে আর নেই।"