নিজস্ব সংবাদদাতা: এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে আক্রমণ তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক শওকত মোল্লার। "ছেলেমেয়েদের হাতে খাতা-কলম তুলে দেওয়ার কথা বলে বোমা-বন্দুক তুলে দিচ্ছেন ভাঙড়ের বিধায়ক। নওশাদের শাগরেদরা তৃণমূল কর্মী রাজু নস্করকে খুন করেছিল। তৃণমূল কর্মীদের হাত-পা ভেঙে দিয়েছিল নওশাদ-বাহিনী"। পাল্টা শওকতের বিরুদ্ধে আইন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি আইএসএফ বিধায়কের। জঙ্গি হলে কেন মুখ্যমন্ত্রী বা বিধানসভার স্পিকার পদক্ষেপ করছেন না? প্রশ্ন নওশাদের।