নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মা খোলা চিঠি লিখলেন। সেখানে তিনি লেখেন, "আজ শিক্ষক দিবসে আমি আমার মেয়ের হয়ে ওর সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ওর ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি । আমরা তার অভিভাবক হিসেবে পাশে থেকেছি। ও নিজেও অনেক কষ্ট করেছিল। কিন্তু আমি মনে করি, আপনাদের মতো ভাল ভাল শিক্ষকদেরকে সে পাশে পেয়েছিল বলেই সে তার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছি । অধরা থাকে সেই রাতে লেখা তার MD-তে গোল্ড মেডালিস্ট হওয়ার স্বপ্ন। এই নারকীয় কাণ্ড ঘটানোর পরও সব তথ্য়প্রমাণ লোপাট করার সমস্ত ব্য়বস্থা করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনিক তৎপরতায়। এক কন্য়ার মায়ের আকুতি আর্তি, সকল মেডিক্য়াল কলেজের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্য়ভবনের কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ, সবার কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে যদি কোনও তথ্য়প্রমাণ থাকে তবে সেগুলো সামনে আনুন। কারণ কিছু কিছু ভাল মানুষের নীরবতা অপরাধীদের সাহস জোগায় বলে আমি মনে করি। চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষ যে আন্দোলন করছে তাদের পাশে থাকার বার্তা দিয়ে এবং শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রণাম জানিয়ে মেয়ের সুবিচারের আশায়। "
নির্যাতিতার পরিবারের একটি বিবৃতি নিয়ে নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্যাতিতার পরিবার দাবি করেন,মেয়ের দেহ যখন বাড়িতে শোয়ানো ছিল, তখন ডিসি নর্থ তাঁদের টাকার প্রস্তাব দেন। অন্যদিকে, রাজ্য সরকার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখানো হয়েছে, পুলিশ যে টাকার প্রস্তাব দিতে চেয়েছিল, সেই মন্তব্য খারিজ করা হয়েছে। এই প্রসঙ্গে নির্যাতিতার পরিবার বলেন, মেয়ের মৃত্যুর পরের দিন এসে পুলিশ বাধ্য করেছিল এই বক্তব্য দেওয়ার জন্য।