নিজস্ব সংবাদদাতা : এবার মালদার মোথাবাড়ি হিংসার প্রসঙ্গে কথা বলতে গিয়ে, ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "এমন ঘটনা এখন বারবার ঘটছে পশ্চিমবঙ্গে। যত নির্বাচন এগিয়ে আসবে, তত মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনা ঘটাবেন, কারণ তিনি বাংলার রাজনীতিতে মেরুকরণ করতে চান।"
/anm-bengali/media/media_files/2025/03/21/N8HnOOfeLMTnXPVfK4M3.jpg)
এছাড়াও তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন জিহাদিদের হাতের পুতুল হয়ে গেছেন।" সুকান্তর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে।