ওয়াকফ বিলের প্রতিবাদে সংখ্যালঘু তাণ্ডবে জ্বলছে মুর্শিদাবাদের ধুলিয়ান, স্থানীয়র ভয় মাখা বার্তা গায়ে কাটা দেবে আপনারও
চারিদিকে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, মুর্শিদাবাদের সংখ্যালঘুদের তাণ্ডবের দৃশ্য মনে ভয় ধরাবে- দেখুন একবার সকালের দৃশ্য
মমতা বন্দ্যোপাধ্যায় কেবল এই বিক্ষোভগুলিকেই অনুমোদন দিচ্ছেন না - তিনি সক্রিয়ভাবে তাদের উৎসাহিত করছেন- বিরাট অভিযোগ মমতার দিকে
তাহাব্বুর রানার ভারতে প্রত্যর্পণ প্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবার কি বললেন?
বিজেপির রাজ্যে আসার কোনও সম্ভাবনা নেই, সোজা জানিয়ে দেওয়া হল
হনুমান জয়ন্তীতে বিশেষ সাজে মহাকাল- পুণ্যার্থীদের জন্য বিশেষ আরতি, মহাকালের আশীর্বাদ পেতে দেখুন এই আরতি
এই তিন রাশির জীবনে আসতে চলেছে বিপুল টাকা ! দেখে নিন আজকের রাশিফল
স্বাস্থ্যের প্রতি নজর দিন এই তিন রাশির জাতকরা ! দেখে নিন আজকের রাশিফল
জোর বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই তিন রাশির জাতকরা ! দেখে নিন আজকের রাশিফল

'আমি কোন দৌড়ে নেই, আমি লড়াইতে আছি': দিলীপ ঘোষ

'কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াই না, পেটের জন্য আমি রাজনীতি করি না', দলীয় বৈঠহাজিরা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

author-image
Jaita Chowdhury
New Update
Dilip Ghosh

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কে হবেন বিজেপির (Bjp) নয়া রাজ্য সভাপতি ? ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,'আমি কোন দৌড়ে নেই, আমি লড়াইতে আছি'। এখানে পরিবর্তন করতে হবে, সেই লড়াইতে আছি। পার্টি যে কাজ দিয়েছে সেটাই করছি, লড়তে বলেছে, লড়েছি, জিতেছি, আমি কোনও দৌড়ে ছিলাম না'। তিনি আরও বলেন, 'যে কোনও কর্মীকে দাঁড় করিয়ে দিন, সেই ফিটেস্ট'। আমাদের পুরো পার্টি লড়াই করে, একজন লড়াই করে না। ব্যক্তি এখানে গুরুত্বপূর্ণ নয়। পার্টির কোনও পদে নেই আমি, পদাধিকারী নই, সদস্য'। পার্টি যেখানে ডাকে, যেখানে যেতে বলে, সেখানে আমি যাই। মুখ দেখিয়ে বেড়াই না, ধর্না দিই না। কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াই না, পেটের জন্য আমি রাজনীতি করি না'। এদিন দলীয় বৈঠকে গরহাজিরা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।

dilip ghoshhq1.jpg