নিজস্ব সংবাদদাতা: মেগা ভার্চুয়াল বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মূলত ভোটার তালিকা নিয়ে স্ক্রুটিনির কাজের আগে এই বৈঠক। শনিবার বিকেল চারটে থেকে শুরু হয়েছিল এই বৈঠক। বৈঠকে ছিলেন তৃণমূলের সমস্ত বিধায়ক, পুরনিগমগুলির মেয়র, ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান, জেলা সভাপতিরা। বৈঠকে বলা হয়েছিল, আগামী ৫ দিনের মধ্যে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে জেলা স্তরের গঠন করা হবে কমিটি। নির্দেশ দেওয়া হয়েছে ২১ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে রাজ্য স্তরের কমিটি গঠন করতে হবে।
/anm-bengali/media/media_files/2025/03/15/kUshQqAkbEIEGMwWf9SQ.jpg)