শিক্ষাক্ষেত্রে ফের মুখ পুড়ল বাংলার, রাজ্য পাড়ল না করে দেখালো বিহার

বিরোধীদের তীর্যক বাণে ক্রমাগত করা আক্রমণ মেনে নিতে হয়েছে শাসক দলকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tet candidates.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: একেই বোধহয় বলে ‘সপাটে চড় বসানো’। কয়েক বছর ধরে চলা রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জন্যে বিশ্বের দরবারে মুখ পুড়েছে রাজ্যের। বিরোধীদের তীর্যক বাণে ক্রমাগত করা আক্রমণ মেনে নিতে হয়েছে শাসক দলকে। আর এরই মধ্যে বিহার সরকার দিল পরবর্তী ঝটকা।

ssc-scam (1)

বাংলায় হচ্ছে না নিয়োগ প্রক্রিয়া, তবে বিহারে হয়ে গেল ‘বিহার সেকেন্ডারি টিচার এবিলিটি টেস্ট’। আর সেই পরীক্ষাতেই যোগ দিল দলে দলে বাংলার ছেলে-মেয়েরা। সেই ছবি প্রকাশ্যে এনেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জনৈক সংবাদপত্রের পরিবেশন করা সংবাদ তুলে ধরেছেন নিজের টুইটে। আর তাঁর সাথেই লিখেছেন, “পাটনা স্টেশনের প্লাটফর্মে যারা শুয়ে তারা বাঙালি নন, বিহারীই। এই বলে যারা ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা করছিলেন তাদের ভুল ধরিয়ে দিয়েছে আবাপ”। আর তার সাথেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে লিখেছেন, ‘পার্থ চ্যাটার্জি আর তার রক্ষিতার ঘুষ খাবার পরিণতি’।

 

সত্যিই এই ছবি আজ ফের একবার শিক্ষাঙ্গনে বাংলার মুখ পোড়ালো।

tet exam 2023.jpg

Add 1