নিজস্ব সংবাদদাতা : আজ, ২৯ জানুয়ারি ২০২৫, কলকাতার আবহাওয়া থাকবে শীতল এবং শুষ্ক। আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে।
/anm-bengali/media/media_files/B9SWszZGTFIpnMCRe0YO.jpg)
দিনের বেলা তাপমাত্রা বেশ আরামদায়ক থাকবে, তবে সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে যাবে, যা শীতল অনুভূতি সৃষ্টি করবে। বাতাসে আর্দ্রতা একটু বেশি থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
/anm-bengali/media/media_files/L50kLmK2U1FwEt1M2VEY.jpg)
কলকাতাবাসীরা আগামীকাল দিনের বেলায় বাইরে বের হলে খুব বেশি গরম অনুভব করবেন না, কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে হালকা শীতের অনুভূতি থাকবে। তাই, বাইরে বের হওয়ার সময় একটি হালকা সোয়েটার বা জ্যাকেট সঙ্গে রাখা ভালো। তবে, জানিয়ে রাখি আর মাত্র কয়েক দিনই শীতের অনুভূতি পাওয়া যাবে, কারণ খুব শীঘ্রই ঘামে ভিজতে চলেছে কলকাতাবাসী।