এইদিন বৃষ্টি হবে! আবহাওয়া কেমন থাকবে জেনে নিন
কে গোলাগুলি বন্ধ করতে চেয়েছিল...পাকিস্তানকে নিয়ে বড় বার্তা দিলেন বিদেশমন্ত্রী!
ফের হাতির হানা, মৃত্যু, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
সেনাদের চোখ-কান খোলা রাখার নির্দেশ সেনাপ্রধানের, তাহলে কি পাকিস্তানের জবাব এখনও বাকি?
Big Breaking: ধোঁয়াশা কাটিয়ে অবশেষে চরম সিদ্ধান্ত, তৃণমূলে যোগ দিলেন জন বার্লা
স্কুলের হল ঘরে ক্লাস নিচ্ছেন পুলিশ আধিকারিকরা! দিলেন বিশেষ পাঠ
BREAKING: "বিরোধী দলনেতা উন্নয়নে বাধা দিয়েছেন"- তৃণমূলে এসেই উগরে দিলেন সব
'আমার ওয়ার্ডে আমাকে আটকালে কেউ তো ওঁদের আদর করবে না', ফের ‘স্বমহিমায়’ সব্যসাচী দত্ত!
বৌভাতের ভোজ খেয়ে অসুস্থ ৩০! চাঞ্চল্য

মূর্তি নয়, পাথরকেই মা কালী জ্ঞানে পুজো করা হয়! কোথায়?

সামনেই কালীপুজো। জানেন, মূর্তি নয়, পাথরই পূজিতা হন মা কালী হিসেবে। রইলো অজানা কাহিনী।

author-image
Pallabi Sanyal
New Update
aaaa

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে অন্যতম কালীপুজো।দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর শক্তির দেবী কালিকার পুজোয় মেতে ওঠেন আপামর বাঙালি।প্রচলিত নানা বিশ্বাস নিয়ে কালীপুজোয় পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের গনুয়াতে ভিড় জমান লক্ষাধিক ভক্ত। মনস্কামনা পূরণের আশায় দুরদুরান্ত থেকে আসেন সাধারন মানুষ। গ্রাম জুড়ে থাকে উৎসবের আমেজ।
প্রায় ২০০ বছর পার করেছে নারায়ণগড়ের গনুয়ার কালীপুজো। কিন্তু জনপ্রিয়তা আজও কমেনি, বরং বেড়েছে। রাজ্যের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই পুজোয়। মাত্র কয়েক বছর হল তৈরি হয়েছে মন্দির। যদিও তা এখনও অসম্পূর্ণ, এখনও চলছে কাজ। এর আগে প্রায় ২০০ বছর ধরে খোলা আকাশের নিচেই পূজিতা হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের ১৫ নং কুসবশান অঞ্চলের গনুয়ার শ্মশান কালী মা। দেবীর বহু জাগ্রত ঘটনার কারণে লক্ষাধিক মানুষের সমাগম হয় এই পুজোয়। 
জানা গিয়েছে, এলাকার এক জমিদার পরিবারের উদ্যোগে পুজো শুরু হলেও আজ তা সার্বজনীন রূপ পেয়েছে। দেবী কালিকার পুজোকে ঘিরে বসে মেলা, হয় যাত্রা, সঙ্গীতানুষ্ঠানের মতো আয়োজন। গনুয়ার কালীমন্দিরে নেই কোনো মূর্তি। দুটি পাথরকে দিনের পর দিন দেবতা জ্ঞানে পুজো করছেন সকলে। রোগ ব্যাধি দুর থেকে সংসারে মঙ্গলকামনায় দুর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন দেবীর কাছে। সপ্তাহে শনি, মঙ্গলবার ভিড় হওয়ার পাশাপাশি কালীপুজোর দিন সারা রাত ধরে পূজার্চনা।লক্ষাধিক মানুষের ভিড় হয় এখানে। পাশাপাশি বেশ কয়েকটি ব্লকের পাশাপাশি জেলার পার্শ্ববর্তী জেলার মানুষ আসেন পুজো দিতে।মোতায়েন থাকে পুলিশ বাহিনী। 
জানা যায়, বেশ কয়েকবছর আগেও খোলা আকাশের নিচে পূজিতা হয়েছেন দেবী কালী। তবে ভক্তদের উদ্যোগে, গ্রামবাসীদের সহযোগিতায় মন্দির প্রতিষ্ঠা হয়েছে। পুজোয় যে বেশ ভিড় হবে তা বলার অপেক্ষা রাখে না।