৩০০ বছরের কালীপুজো! নেপথ্যে বর্গী হামলা

বর্গী হামলা! জমিদার বাড়ির পুজো শুরু স্বপ্নাদেশ পেয়ে! ডাংরা গ্রামের কালীপুজো আজও জনপ্রিয়।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaa


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : একসময় বর্গী হামলায় গিয়েছিল বেশ কয়েকজনের প্রাণ। তার পরেই মায়ের স্বপ্নাদেশ,শুরু মায়ের পুজো। সালটা ছিল ১৭৬৫।জমিদার চন্দ্রশেখর ঘোষের পরিবারের লোকজন বর্গী হানায় শহীদ হন। তারপর একদিন সন্ধ্যায় রাজা চন্দ্রশেখর রাস্তায় হাঁটতে হাঁটতে পেছনে ঘুঙুরের আওয়াজ পান। তারপর স্বপ্নাদেশ পান,মায়ের পুজো করতে হবে।আর সেই থেকেই রাজার বাড়ির রীতি রেওয়াজ মেনেই শুরু হয়েছিল কালী মায়ের আরাধনা।আর সেই থেকে এখনও চলে আসছে কালী পুজো। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার ডাংরা রাজবল্লভ এলাকায় ৩০০ বছরের বেশী পুরানো কালী পুজো আজও চলে আসছে।পিংলার ডাংরা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন সামিল হয় এই পুজোতে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মুন্ডুমারি থেকে ময়না যাওয়ার রাস্তায় পড়বে এই ডাংরা গ্রাম। রাজ্য সড়কের ধারেই রয়েছে মন্দির।