৫০০ বছর! দীপাবলিতে ইতিহাস স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

দীপাবলিকে কেন্দ্র করে সাজো সাজো রব দেশ জুড়ে। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোো

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দীপাবলি মানেই আলোর উৎসব। দীপাবলির শুরু কী ভাবে হল, ইতিহাস ঘাটলে জানা যায় শ্রীরামচন্দ্রের অযোধ্যায় ফিরে আসার কাহিনী। সেই কথাই স্মরণ করিয়ে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি লিখেছেন, ''ভগবান শ্রী রামের অযোধ্যায় ফেরার আনন্দে আজ উচ্ছ্বসিত গোটা দেশ। এই বছরের দীপাবলি বিশেষ কারণ মরিয়দা পুরুষোত্তম প্রভু শ্রী রাম ৫০০ বছর পর তাঁর জন্মস্থান অযোধ্যায় উপবিষ্ট হবেন।এই পবিত্র এবং ঐতিহাসিক উপলক্ষে সমস্ত দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা।''