নিজস্ব প্রতিনিধি, কোলাঘাটঃ আজ রথযাত্রা (Rathyatra 2023)। জগন্নাথ,বলরাম, সুভদ্রা দেবী বাড়ি থেকে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন। মেচেদা ইস্কন মন্দিরে ভোর থেকে শুরু হয়েছে পুজো, নাম সংকীর্তন। পুরাণ মতে, স্নান যাত্রার পর ১৫ দিন মন্দির বন্ধ থাকে, আবার ১৫ দিনের পর রথযাত্রার দিন মন্দির থেকে রথে চড়ে মাসির বাড়িতে যান তিন ভাইবোন। রথের দড়ি টেনে মেচেদার ইস্কন মন্দির থেকে রথযাত্রার সূচনা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিবছরই মেচেদার ইস্কন মন্দিরে এসে রথের দড়ি টানেন রথযাত্রা কমিটির চেয়ারম্যান শুভেন্দু অধিকারী।