রথযাত্রার দিনেই খুঁটি পুজো, সূচনা দুর্গাপুজোর

মঙ্গলবার সকাল থেকেই ইস্পাত নগরীর সি-জোনে খুঁটিপুজো উপলক্ষে মেতে ওঠেন এলাকার মানুষ। ঢাকের আওয়াজের সাথে মহিলারা নাচে মেতে ওঠে। এবারের থিম পুরুলিয়ার ছৌ নাচ।

author-image
SWETA MITRA
New Update
COVER rath.jpg

হরি ঘোষ, দুর্গাপুরঃ আজ মঙ্গলবার রথযাত্রার (Rathyatra 2023) পুণ্যলগ্নে শারোদৎসবের ঢাকেও কাঠি পড়ে গেল। দুর্গাপুর শহরের অন্যতম সেরা বারোয়ারী বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনী রথযাত্রার দিনেই সেরে ফেলল খুঁটি পুজো। এদিন সকাল থেকেই ইস্পাত নগরীর সি-জোনে খুঁটিপুজো উপলক্ষে মেতে ওঠেন এলাকার মানুষ। ঢাকের আওয়াজের সাথে মহিলারা নাচে মেতে ওঠে। এবারের থিম পুরুলিয়ার ছৌ নাচ। ছৌ রুপিনি , জগৎজননী...এটাই এবার তাদের থিম। মা দুর্গাকে ছৌ রূপিনী দেখাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এর সাথে থাকছে বিশেষ আলোকসজ্জা। এবারের বাজেট এখনও পর্যন্ত ১৫ লাখ টাকার কাছাকাছি বলে জানালেন পুজো কমিটির সেক্রেটারি সৌগত ব্যানার্জী।