নিজস্ব সংবাদদাতা: এখন জয়ের প্রেডিকশন বলছে উভয় দলেরই ৫০-৫০ সুযোগ রয়েছে। ফলে মাঠ জুড়ে ফ্যানেদের উত্তেজনা দেখার মত। আর এই উত্তেজনা আরও একটু বাড়ল নাইটের দ্বিতীয় উইকেট পতনের পর।
/anm-bengali/media/media_files/2025/03/26/1g7tri1r2G86gWM8JVxM.jpg)
১০.১ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে ক্যাচ আউট হলেন অজিঙ্কা রাহানে। ১৫ বলে ১৮ রান করেই মাঠ ছাড়তে হল তাঁকে। সেই অসাধারণ ক্যাচটি নেন তুষার দেশপাণ্ডে। এই মুহুর্তে কেকেআর-এর রান ২ উইকেট হারিয়ে ৯৯ রান।