নিজস্ব সংবাদদাতা: আর মাত্র ১২ দিনের অপেক্ষা, এরপরই পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫-এর ১৮তম মৌসুমের। এবারের আসরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) ও জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। তবে আইপিএল শুরুর আগেই আলোচনার কেন্দ্রে রয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।
এবারের নিলামে রেকর্ড সমান ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস (LSG)। ২৪ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাঠে নামার কথা রয়েছে তার। তবে পন্থের সাম্প্রতিক ফর্ম ও মাঠে ফেরার প্রস্তুতি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।
সম্প্রতি ভারতীয় দলের সঙ্গে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি পন্থ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে থাকলেও পুরো আসর ডাগআউটে বসেই কাটাতে হয়েছে তাকে। এর আগে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন দলের অংশ, কিন্তু কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি।
/anm-bengali/media/media_files/2025/03/11/KUQQ5qeBjN5bJ49sJVBN.jpg)
পন্থের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফিতেও তিনি আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে, আইপিএলে তার জন্য ২৭ কোটি টাকা একটু বেশি মূল্য হয়ে গেছে।
এদিকে, লখনৌ ফ্র্যাঞ্চাইজি তাঁকে এবার অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে, যা তার জন্য বাড়তি চ্যালেঞ্জ হতে পারে। জাতীয় দলে দীর্ঘদিন ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এবং ফর্মে না থাকা—এই দুইয়ের প্রভাব কীভাবে তার আইপিএল পারফরম্যান্সে পড়ে, সেদিকে নজর থাকবে ভক্তদের।
অনেক ভক্ত মনে করছেন, ম্যাচ ফিটনেসের অভাবে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের জন্য ‘মাথাব্যথা’ হয়ে উঠতে পারেন পন্থ। তবে আইপিএলের মতো মঞ্চে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।