ইনি বাংলাদেশের নন, ইনি একে বারে ভারতীয়, আইপিএলে নজর থাকবে এই সাকিবের ওপরও

পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছেন ১১৪ রানের বিনিময়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sakib

File Picture

নিজস্ব সংবাদদাতা: আসন্ন ২০২৫ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। আগামী ২৪ ও ২৫ নভেম্বরের সেই নিলামে নাম রয়েছে বাংলাদেশের ধুরন্ধর অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে অতি পরিচিত মুখ ক্রিকেট তারকা সাকিব ছাড়াও আরও এক সাকিবের জায়গা হয়েছে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায়। নিলাম লিস্টে ৩০ লাখ টাকার বেইজ প্রাইসের এই সাকিব কিন্তু ভারতীয়। জন্ম বিহারের গোপালগঞ্জ জেলায়।

বিহারের গোপালগঞ্জে বেড়ে ওঠা সাকিব হুসাইন ছোট থেকেই একজন বড় মাপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নতে শান দিতেই পাটনা ক্রিকেট লিগে খেলার জন্য ডাক পড়ে তার। আর এই লীগেই ভাগ্য ঘুরে যায় সাকিবের। তাঁর দুরন্ত সুইংয়ের পাশাপাশি নজরকারা গতি ও তীক্ষ্ণ লাইন লেন্থ তাকে ক্রিকেটপ্রেমীদের নজরে অন্যতম সেরা বোলার বানিয়েছে।

bh-gpj-01-sakib-pkg-bh10067_19122023083112_1912f_1702954872_382

পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগ খেলার পর বিহারের অনূর্ধ্ব-১৯ দলে নাম লেখান সাকিব। সেখানে দুর্দান্ত পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের জায়গা করে নেন বিহারের এই তরুণ প্রতিভা। এমনকি চলতি বছরের রঞ্জি ট্রফিতেও বিহারের হয়ে নিজের দুর্দান্ত ক্রীড়া শৈলির ছাপ রেখেছেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেট নিয়েছেন ১১৪ রানের বিনিময়ে।

464055031_18467069593062538_8148708940499508120_n

অন্যান্য টুর্নামেন্টের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজের জায়গা বুঝে নিয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। আশা করা হচ্ছে আসন্ন আইপিএল মরসুমে সরাসরি কলকাতা কিংবা চেন্নাইয়ের মত কোনও নামি দলের হয়ে খেলতে দেখা যেতে পারে সাকিবকে। তবে সেই অনুমান সঠিক হল কিনা তা জানা যাবে আগামী ২৫ নভেম্বরেই।