শুরু হচ্ছে আইপিএল নিলাম, কিন্তু জানেন কি আইপিএল খেলোয়াড়রা ঠিক কত টাকা পান?

খেলোয়াড়দের মোট আয়কর অঙ্কের ৩০ শতাংশের উপরে সারচার্জ দিতে হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1731677158_Singh96_020

File Picture

নিজস্ব সংবাদদাতা: চলতি মাসের ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। নিলামে অংশ নেবেন ৫৭৪ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দের খেলোয়াড় কিনে নিতে ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন নিজেদের স্ট্র্যাটেজি।

কিন্তু আইপিএল খেললে খেলোয়াড়রা কত টাকা পান জানেন? আইপিএলে প্রত্যেক খেলোয়াড় তার দামের সঙ্গে অতিরিক্ত টাকা পান। প্রতি ম্যাচে সুযোগ পাওয়া ক্রিকেটাররা ম্যাচ ফি বাবদ অন্তত ৪ লক্ষ টাকা করে পাবেন।

ম্যাচ ফি-তে যোগ করা হবে প্রতিটি খেলোয়াড়ের নিলামে পাওয়া দামও। কোনও খেলোয়াড় ম্যাচের সেরা বা অন্যান্য পুরস্কারের জন্য কোনো অর্থ পেলে সেটিও আলাদা করে যোগ করা হবে।

post_image_87f7f16

সব কিছু যোগ করে যে টাকার পরিমাণ দাঁড়াবে তার উপর টিডিএস কাটা হবে। বিদেশি খেলোয়াড়দের টাকায় ২০ শতাংশ টিডিএস কাটা হয়ে থাকে। ভারতীয় ক্রিকেটাররা তাদের আয়ের ১০ শতাংশ টিডিএস দিয়ে থাকেন।

বিদেশি খেলোয়ারদের নিজেদের আয়ের উপর ২০ শতাংশ ট্যাক্স কাটলেই মিটে যায়। তাঁদের আলাদা করে ফাইল করতে হয় না। তবে ভারতীয় খেলোয়ারদের ক্ষেত্রে দিতে হয় আয়ের উপর ৩০ শতাংশ কর। টিডিএস ১০ শতাংশ দেওয়ার পরে আর বাকি ২০ শতাংশ দিতে হয় ফাইল করার জন্যে।

GIS1Q3hawAAjnEw

শুধু তাই নয়, খেলোয়াড়দের মোট আয়কর অঙ্কের ৩০ শতাংশের উপরে সারচার্জ দিতে হবে। আয়করের অঙ্ক ৫০ লক্ষ টাকার কম হলে সারচার্জ প্রয়োজন হয় না, তবে এর বেশি হলেই দামের সাথে যুক্ত হয় সারচার্জ। তবে সব কেটেকুটেও আইপিএলে মোটা অঙ্কই পান ভারতীয় খেলোয়াড়রা।