নিজস্ব সংবাদদাতা: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে কার্যত গোটা দেশ বিধ্বস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সামরিক কাউন্সিল জানিয়েছে যে প্রশাসন সমস্ত শক্তি দিয়ে উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করছে। এই পরিস্থিতিতে বিদেশি সাংবাদিকদের ভিসা প্রদানে একটু অসুবিধা রয়েছে বলে মায়ানমারের সামরিক কাউন্সিল জানিয়েছে। মুখপাত্র জেনারেল জাও মিন তুন জানিয়েছেন, বিদেশি সাংবাদিকরা বিভিন্ন উপায়ে ভিসার আবেদন করছেন। তিনি বলেন, ত্রাণের কাজে প্রশাসন ব্যস্ত রয়েছে। বিদেশি সাংবাদসংস্থাগুলোর প্রতিনিধি অফিস ও সাংবাদিক মায়ানমারে রয়েছে। এই মুহূর্তে কাউন্সিল নতুন করে কোনও ভিসার আবেদন গ্রহণ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/03/29/3M1jTCdy2bYq8vOXW4wo.jpeg)