আন্তর্জাতিক নারী দিবস কেন পালন হয়? এর গুরুত্ব কি?

নারী দিবস পালন করা কেন গুরুত্বপূর্ণ জেনে রাখুন।

author-image
Probha Rani Das
New Update
girls righj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ প্রতি বছর সারা বিশ্বে ৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। একটি বিশেষ ভাবনা থেকে এই দিনটির পালন শুরু হয়।

wwoomnn.jpg

প্রতি বছর নিয়ম করেই মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। সারা বিশ্বে লিঙ্গবৈষম্য কমাতে এবং নারী-পুরুষ সমানাধিকারের জন্য পালন করা হয় এই দিনটি। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এই আন্তর্জাতিক নারী দিবস পালনের বিশেষ গুরুত্ব রয়েছে।

womndy.jpg

লিঙ্গবৈষম্য দূর করার জন্যই মূলত আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এখনও সারা পৃথিবীতেই সমাজের বেশির ভাগ জায়গায় লিঙ্গবৈষম্য বর্তমান রয়েছে। পুরুষরা এখনও বহু ক্ষেত্রে বেশি মাত্রায় সুবিধা ভোগ করেন। আর সেই কারণেই এই দিনটি অত্যন্ত গুরুত্বৃপূর্ণ। শিল্প-সাহিত্য-সহ সব ধরনের ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্রে মহিলাদের অবদানকে মান্যতা দেওয়ার জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতে এই দিনটি পালিত হয়।