নিজস্ব সংবাদদাতা: রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা ঘিরে আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের উর্দু ভাষার পতন ঘটে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। সেই দিন আসলে বাংলা ভাষার দিন, বাঙালীর দিন। প্রতি বছর এই ২১ ফেব্রুয়ারীকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত।
সেই দিনের ইতিহাস বহন করে চলেছে ঢাকার শহীদ মিনার। প্রতিবছর এখানেই অনুষ্ঠিত হয় ভাষা দিবসকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান। সাজিয়ে তোলা হয় শহীদ বেদী। এবছরও চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ধুয়ে মুছে পরিষ্কার করার পাশাপাশি পুনরায় রঙ করা হচ্ছে শহীদ বেদী। কাজ খতিয়ে দেখছেন সরকারি আধিকারিকরা। দ্রুত গতিতে চলছে সেখানকার প্রস্তুতি পর্ব।