BREAKING: চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ! বিকাশ ভবন চত্বরে ধুন্ধুমার
BREAKING: পাকিস্তানকে সমর্থনের জের ! এবার তুরস্কের সাথে চুক্তি স্থগিত করলো মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি
BREAKING: সফল হয়েছে অপারেশন সিঁদুর ! দিকে দিকে 'তেরঙ্গা যাত্রা' বিজেপির
রবিবার সারাদিনই বন্ধ মেট্রো!
এরদোগান এবং জেলেনস্কির আলোচনা শেষ! জেলেনস্কির পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নেই কোনো বার্তা
BREAKING: অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসা করে ভারতের পাশে থাকার বার্তা দিল ইসরায়েল !
পুতিন শান্তি আলোচনা এড়িয়ে গেলেন! রাশিয়ান দলকে "প্রতারণামূলক" বললেন জেলেনস্কি
BREAKING: ভারতকে জবাব দেওয়ার ক্ষমতা নেই পাকিস্তানের ! ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বড় মন্তব্য করলেন টম কুপার
BREAKING: কর্মের ভিত্তিতে পরিচিত হন, জাতির ভিত্তিতে নয় ! এবার গর্জে উঠলেন ব্রজেশ পাঠক

আইএসএলের আগে উদ্বেগ বাড়ল ইস্টবেঙ্গলে! কিন্তু কেন?

পায়ে ব্যান্ডেজ প্লেয়ারের, আইএসএলের আগে উদ্বেগ বাড়ল ইস্টবেঙ্গলে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ডুরান্ড কাপের ফাইনালে ধাক্কা খেয়েছিল লাল-হলুদ শিবির। ফাইনালে ডার্বি হারের জ্বালা। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফাইনালে আরও একটা ধাক্কা খেয়েছিল লাল-হলুদ শিবির। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বিদেশি ডিফেন্ডার জর্ডন এলসে। আইএসএল থেকেও ছিটকে গিয়েছেন তিনি। পরের দিকে আদৌ তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ব্যাপক ধোঁয়াশা। এলসের বিকল্প খোঁজার কাজও শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। কথা বলেছেন ম্যানেজমেন্টের সঙ্গেও। এসবের মাঝেই ইস্টবেঙ্গলে ফের উদ্বেগ বাড়ল। উদ্বেগের কারণ নাওরেম মহেশ সিং। বুধবার ইস্টবেঙ্গলের প্র্যাক্টিস ম্যাচ শেষে যে ছবি চিন্তায় রাখতে বাধ্য লাল-হলুদ সমর্থকদের।  

একে তো প্রস্তুতি ম্যাচে হায়দরাবাদের কাছে ০-১ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। পেনাল্টি মিস করেন ক্লেটন সিলভা। এরপর দেখা যায় দলের তরুণ স্ট্রাইকার মহেশের পায়ে ব্যান্ডেজ। হাঁটতেও বেশ কিছুটা অসুবিধা হচ্ছিল। ডান পায়ে হাঁটুর নীচ থেকে একদম একদম গোড়ালির ওপর অংশ পর্যন্ত ব্যান্ডেজ বাঁধা। গত মরসুমেও লাল-হলুদে ছিলেন নাওরেম মহেশ। দলের গুরুত্বপূর্ণ সদস্য। এ মরসুমে এখনও অবধি নজর কেড়েছেন। ইন্ডিয়ান সুপার লিগে কার্লেস কুয়াদ্রাতের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ মহেশ। সেই পরিকল্পনায় ধাক্কা খাবে না তো?

সদ্য কিংস কাপে অংশ নিয়েছে ভারত। থাইল্যান্ডে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইরাক। ফিফা ক্রমতালিকায় ২৯ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ইরাকের বিরুদ্ধে ম্যাচের মাত্র ১৬ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মহেশ। ম্যাচটি যদিও ভারত অল্পের জন্য টাইব্রেকারে হেরে যায়, তবে দলের পারফরম্যান্স নজর কেড়েছিল। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেখানেই চোট পেয়েছিলেন মহেশ? জাতীয় দলের তরফ থেকে কি কিছুই জানানো হয়নি ক্লাবকে? সামনের সপ্তাহেই শুরু আইএসএল। ২৫ তারিখ মাঠে নামছে ইস্টবেঙ্গল। মহেশকে এই অবস্থায় দেখার পর উদ্বেগ বাড়ল অনেকটা।