নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিলকে "সংবিধানের ওপর সরাসরি আক্রমণ" বলে উল্লেখ করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি বলেন, "ওয়াকফ (সংশোধনী) বিল সংবিধানের মূল আদর্শের বিরুদ্ধে। প্রতিটি বিরোধী দলই এর বিরোধিতা করছে, তবে জেডিইউ এবং টিডিপির মতো তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ’ দলগুলির এই বিষয়ে আসল অবস্থান কী, সেটাও স্পষ্ট হওয়া দরকার।"
/anm-bengali/media/media_files/2055yNMJv3wnKJpZltFO.jpg)
এছাড়াও তিনি আরও বলেন, ''যদি কেন্দ্র সরকার এই আইনকে বাস্তবায়িত করতে চায়, তাহলে আমরা গণতান্ত্রিকভাবে এর বিরোধিতা করব।"