আর মাত্র এক সপ্তাহ, Chandrayaan 3 নিয়ে বিরাট খবর

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) দ্বারা উৎক্ষেপণ করা চন্দ্রযান-৩ এর চাঁদের পৃষ্ঠে নরম অবতরণের কাউন্টডাউন শীঘ্রই শুরু হতে চলেছে। চন্দ্রযান-৩ ইতিমধ্যেই পৃথিবীর মাধ্যাকর্ষণ সীমা অতিক্রম করেছে।

author-image
SWETA MITRA
New Update
CHANDRAA JITE.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩ (Chandrayaan 3) নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। আজ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানান, এক সপ্তাহ বা তারও বেশি সময় পরে চাঁদে অবতরণ করবে চন্দ্রযান ৩। এদিকে ইসরো (ISRO) জানিয়েছে, মহাকাশযানটি আজ লুনার অরবিট ইনজেকশনের (এলওআই) জন্য প্রস্তুত।