নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের দাবি তোলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আর এবার তেজস্বীর এই দাবির বিরুদ্ধে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, ''তেজস্বী যাদব নিতীশ কুমারের পদত্যাগ চাইছেন। কিন্তু কেন নীতিশ কুমার পদত্যাগ করবেন ? তেজস্বী বলছেন, বিহারে কিছুই হচ্ছে না, কোনও উন্নয়ন নেই। আমি ওনাকে বলতে চাই, আগে নিজের মা-বাবার শাসনকালের কথা বলুন।''
/anm-bengali/media/media_files/NSUsqdVk2QEad14mYKAt.webp)
এরপর তিনি আরও বলেন, ''আরজেডির সময়কালে বিহারে ‘গুন্ডা রাজ’ ছিল। অপহরণ, দুর্নীতি, ডাকাতি, গণধর্ষণ— সবকিছুই চলতো সেইসময়ে। সেই ১৫ বছর বিহারের মানুষের জন্য একটা আতঙ্কের সময় ছিল, যেখানে অপরাধীরা বারবার সুরক্ষা পেত।”