নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মত পদভার সামলাচ্ছেন। এবার এই নতুন সরকারের কিছু নতুন নিয়মও সামনে এসেছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, জন সাধারণের সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে ইনকাম ট্যাক্সের নিয়ম মেনেই অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। টাকার উৎস সম্পর্কিত নথিও দেখাতে হবে। যদি সেই টাকার উৎস না দেখাতে পারেন কোনও গ্রাহক তাহলে সেই টাকা বাজেয়াপ্ত করে নেবে আয়কর আধিকারিকরা।
কোনও গ্রাহক যদি ৫০ হাজারের বেশি টাকা অ্যাকাউন্টে জমা দেন তাহলে তাকে তার প্যান নম্বর দেখিয়ে সেই টাকা জমা দিতে হবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, একজন গ্রাহক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ লক্ষ পর্যন্ত টাকা রাখতে পারবে। তার বেশি রাখলেই, তা আয়কর দফতরের নজরে চলে আসবে। শুধু তাই'ই নয়, উপযুক্ত তথ্য পেশ না করতে পারলে সেই গ্রাহকের মোটা জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে।