নিজস্ব সংবাদদাতা: সারাদেশে হোলি উদযাপন করা হচ্ছে। পাশাপাশি আজকেই রমজানের দ্বিতীয় জুম্মা। উত্তরপ্রদেশের লখনউয়ের ডিসিপি পশ্চিম বিশ্বজিৎ শ্রীবাস্তব বলেছেন, "হোলি উদযাপিত হচ্ছে। আজ রমজানের দ্বিতীয় জুম্মাও। আমরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। নজরদারির জন্য আমরা সিসিটিভি এবং এআই-ভিত্তিক ড্রোন ব্যবহার করছি। আমরা সোশ্যাল মিডিয়াও পর্যবেক্ষণ করছি।"
/anm-bengali/media/media_files/2025/03/10/TUMYa22CMfA2pwKTzuoR.jpg)