নিজস্ব সংবাদদাতা: জেলেনস্কি করলেন বড় দাবি। তিনি বলেছেন, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা টেনে আনার চেষ্টা করছেন।
/anm-bengali/media/media_files/qNNRnzxuAUsDC9TyVgjm.jpeg)
ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনকে হাজার হাজার "ঘেরা" ইউক্রেনীয় সৈন্যের জীবন রক্ষা করার অনুরোধ করার পর, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে তাদের বাহিনীর ঘেরাওয়ের কথা অস্বীকার করেছে।