নিজস্ব সংবাদদাতা : আজ কর্নাটক বিধানসভা থেকে ১৮ জন বিজেপি বিধায়কের সাসপেনশন নিয়ে, এবার কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র। তিনি বলেন, "সংবিধানের কোথাও ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অনুমতি নেই, তাই ৪% মুসলিম কোটার বিল অসাংবিধানিক। বিজেপি এর বিরুদ্ধে রাস্তায় নামবে।"
/anm-bengali/media/media_files/V7mEoaLcb1OSHvpnmZUQ.jpg)
এছাড়াও তিনি দাবি করেন যে, "হানিট্র্যাপ কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন স্বয়ং শাসকদলের মন্ত্রীরা, অথচ তাদের সুরক্ষা না দিয়ে আজ বিজেপি বিধায়কদের বরখাস্ত করা হয়েছে। স্পিকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক।"