নিজস্ব সংবাদদাতা : কুম্ভমেলার ভাইরাল সেনসেশন মোনালিসাকে সিনেমায় ভূমিকা দেওয়ার প্রস্তাব দেওয়া পরিচালক সনোজ মিশ্রকে আজ ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ দিল্লি হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করার পর দিল্লি পুলিশ গোপন সূত্র ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তাকে গ্রেপ্তার করে।
/anm-bengali/media/media_files/2025/01/23/DLuybKBDylbIwCCkxMoH.webp)
পুলিশ সূত্রে জানা গেছে, এক প্রত্যন্ত শহরের মেয়ে, যে চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্ন দেখত, তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সনোজ মিশ্রর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।