নিজস্ব সংবাদদাতা: সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি ঔরঙ্গজেব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। আদালতের নির্দেশ অনুসারে তিনি মেরিন ড্রাইভ থানায় যাচ্ছেন। তিনি বলেন, "আমি মেরিন ড্রাইভ থানায় যাচ্ছি। আদালত আমাকে তিন দিনের জন্য থানায় গিয়ে সেখানে পুলিশের সামনে স্বাক্ষর করতে বলেছে।"
/anm-bengali/media/media_files/2025/03/05/XLz3q9ejTsX0OjD63Cu3.jpg)